সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরের নিকটবর্তী স্থানে স্থাপনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটি। পরে উপদেষ্টার কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে রাজধানীতে উপদেষ্টার দপ্তরে এই বৈঠক ও স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে প্রস্তাবিত তিনটি স্থান উল্লেখ করে বলা হয়, এইসব জায়গার যে কোনো একটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলে কৃষিজ উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে কম। হাওর বিনষ্টের সর্বনাশা প্রক্রিয়ায় যেতে হবে না।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, দৈনিক সংগ্রামের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড. মহসিন রেজা মানিক, সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমন দ্দোজা আহমদ, বিএনপি নেতা আ স ম খালিদ প্রমুখ।
এসময় উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, আমি সুনামগঞ্জের বাসিন্দা। সুনামগঞ্জবাসীর সুখ, দুঃখ ও বেদনার অনেক কিছুই আমার জানা রয়েছে। আমি সুনামগঞ্জবাসির ন্যায্য দাবির প্রতি সহমর্মি, আপনাদের চেষ্টায় আমি সহযোগিতা করবো। যেখানে প্রয়োজন ন্যায্যতার কথা তুলে ধরবো। আমার দায়িত্ব পালনকালে সুনামগঞ্জের কোন অঞ্চলকে উন্নয়ন বৈষম্যের শিকার হতে দেব না।প্রেস বিজ্ঞপ্তি