মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে বন্যার আশঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি শান্তিগঞ্জে এসইডিপি প্রকল্পের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মার্কশিট জালিয়াতি করে নিয়োগ পাওয়া সিকৃবির কর্মচারী অর্পনাকে চাকরিচ্যুত যে ২৪ আর্থিক-নাগরিক সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জামায়াতের জুলাই বিপ্লব - বানিয়াচং হয়ে উঠেছিলো আন্দোলনের অগ্নিগর্ভ, একদিনে শহীদ হন ৯জন জৈন্তাপুরে ৩৬ জুলাই বর্ষপুর্তীতে জামায়াতের গণ মিছিল মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা শ্রীমঙ্গল থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

৬ যুগেও তাহিরপুরে শহীদ মিনার তৈরি করা হয়নি

ভাষা আন্দোলনের ৬ যুগ পার হলেও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তৈরী করা হয়নি। শুধু তাই নয় উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানেও নেই শহীদ মিনার। সে কারনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা মিলে কলাগাছ কেউবা চেয়ার দিয়ে শহীদ মিনার তৈরি করে পালন করে জাতীয় দিবস গুলো।

তবে উপজেলা সদরের বাজারে পাশে একটি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন,থানা,মুক্তিযোদ্ধা সংসদ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগন ২১ শে ফেব্রুয়ারীসহ জাতীয় দিবসে বীর শহীদদের স্মরণে পুষ্পস্থবক অর্পণ করে।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক,নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২১টি,৬টি আলিয়া মাদ্রাসা
২টি ডিগ্রি কলেজ রয়েছে। এর মধ্যে ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি ডিগ্রি কলেজে শহীদ মিনার থাকলেও  মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আজও শহীদ মিনার নির্মাণ করা হয়নি। আর কোনো পদক্ষেপ গ্রহণ ও করে নি সংশ্লিষ্ট কতৃপক্ষগন।

তাহিরপুর বাজারের ব্যবসায়ী সাদেক আলী জানান,ভাষা আন্দোলনের ৬ যুগ পার হলেও আজও ভাষা আন্দোলনের শহীদের সম্মানে একটি শহীদ মিনার তৈরি করা হয়নি এই উপজেলায়। তা খুবেই দুঃখজনক। সে কারনে বাজারে প্রবেশ মুখে স্মৃতিসৌধেই ২১ ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানানো হয়।

মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা জানান,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করা হলে নিজ নিজ প্রতিষ্ঠানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ জাতীয় দিবস গুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারতাম কিন্তু শহীদ মিনার না থাকায় উপজেলা সদরের বাজারে পাশে স্মৃতি সৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা জানান, মাতৃভাষার জন্য শহীদদের আত্মত্যাগ ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে ও আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে এবং শহদীদের কৃতিত্ব স্মরণীয় করে রাখতে শহীদ মিনার তৈরি করা খুবেই প্রয়োজন। 


উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কামরুজ্জামান শেখ জানান,শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের ব্যাপারে কোন নির্দেশনা নেই। তবে প্রত্যেকটা বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের শহীদের কথা মনে রাখবে আর তার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানিয়েছেন,শহীদদের স্মরণে ও সম্মানে শহীদ মিনার উপজেলা সদরে শহীদ মিনার নেই তবে শহীদ মিনার স্থাপনের পরিকল্পনা অনুযায়ী জায়গাও নির্ধারণ করা রয়েছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে আশা করছি সবার সহযোগীতা নিয়ে। আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবো যেন শহদী মিনার তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। 

সংযুক্ত ছবি টি তাহিরপুর বাজারের প্রবেশ মুখে একটি স্মৃতিসৌধ সেখানের জাতীয় দিবস গুলোতে শহীদদের স্মরণ পুষ্পস্তবক অর্পণ করা হয় স্মৃতি সৌধ না থাকায়।

এই সম্পর্কিত আরো

সিলেটে বন্যার আশঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শান্তিগঞ্জে এসইডিপি প্রকল্পের উদ্যােগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মার্কশিট জালিয়াতি করে নিয়োগ পাওয়া সিকৃবির কর্মচারী অর্পনাকে চাকরিচ্যুত

যে ২৪ আর্থিক-নাগরিক সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক

জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জামায়াতের

জুলাই বিপ্লব বানিয়াচং হয়ে উঠেছিলো আন্দোলনের অগ্নিগর্ভ, একদিনে শহীদ হন ৯জন

জৈন্তাপুরে ৩৬ জুলাই বর্ষপুর্তীতে জামায়াতের গণ মিছিল

মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

শ্রীমঙ্গল থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার