দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হাসনাত মো. কাওছার (৩৩), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম (৪২), যুবলীগ নেতা তাজউদ্দিন (৪৫), আওয়ামী লীগ নেতা মনির হোসেন (৩৫), হারুন মিয়া (৪২), বাবুল মিয়া (৪০), ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন (২৮), তাশরীফ হোসেন (২৪), আওয়ামী লীগ নেতা জামশেদ আলী (৫০), ইসমাইল হোসেন (৬০) ও যুবলীগ নেতা সাইদুর রহমান সোহাগ (৩৭)।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।