যমুনা গ্রুপের নির্ভীক প্রতিষ্ঠান দৈনিক যুগান্তর দীর্ঘ পচিশ বছর ধরে সত্য প্রকাশে ভুমিকা রেখে আসছে। সত্যের সন্ধানে নির্ভীক এই স্লোগানকে সামনে রেখে দৈনিক যুগান্তর আজ গণমানুষের পত্রিকায় রুপান্তরিত। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দৈনিক যুগান্তর যে সাহসী ভুমিকা পালন করেছে, এতে তারা প্রমান করেছে আসলেই সত্যের সন্ধানে নির্ভীক এই পত্রিকাটি। তার পাশাপাশি যমুনা গ্রæপের আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে ‘যমুনা টেলিভিশন’। এই টেলিভিশনটিও তাদের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সত্য প্রকাশে কঠিন ভুমিকা রেখেছে। আগামীতেও দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এভাবেই মানুষের আস্তার প্রতীক হয়ে থাকার আহবান জানান বক্তরা। আজ মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসবের আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান।
দৈনিক যুগান্তর এর বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর সভাপতিত্বে ও জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেলের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্তি পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা), বিশ্বনাথ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও ক্রীড়ানুরাগী মুমিন খান মুন্না, উপজেলা পূজা উদযাপনের সভাপতি সুনিল কান্তি দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালি চক্রবর্তি, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী ওয়াদুদ আহমদ রাসেল, বিএনপি নেতা কয়েছ শিকদার, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, সালেহ আহমদ সাকি, মোহাম্মদ আলী শিপন, কামালা মুন্না, রোহেলউদ্দিন, আব্বাস হোসেন ইমরান, মশিউর রহমান, আক্তার আহমদ শাহেদ, আব্দুছ সালাম, আব্দুছ সালাম মুন্না প্রমুখ।