হবিগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যদের বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করা হয়। এ সময় জানানো হয়, আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের ঘোষণা না পেলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সব সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘোষণা দেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বক মাহদি হাসান। পরে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলামের আশ্বাসে তাঁরা ব্লকেড তুলে নেয়।
বৃহস্পতিবার সকালে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও পরে একটি মিছিল নিয়ে সাইফুর রহমান টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করা হয়। ব্লকেডের ফলে গোটা শহর অচল হয়ে পড়ে।
এ সময় বক্তারা বলেন, ১৬ জন শহীদের জেলা হবিগঞ্জ। কিন্তু এখন পর্যন্ত কোনো উপদেষ্টা শহীদ পরিবারের সঙ্গে দেখা করেননি।