সোমবার, ০৪ আগস্ট ২০২৫
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে সিলেটে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে সাস্ট ক্যারিয়ার ক্লাব।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনব্যাপী এ আয়োজনে আরো ছিলো ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫, কতিপয় সেমিনার ও প্রদর্শনী।
 
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কামরুন নাহার সিদ্দীকা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে কামরুন নাহার সিদ্দীকা বলেন, আজকে যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা কিভাবে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চান এবং তাদের চিন্তাভাবনাকে আমরা কিভাবে পৃষ্ঠপোষকতা করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্যোগগুলোকে সবার সামনে উপস্থাপনের সুযোগ পেলেন। তরুণরা সাধারণত চাকুরির পিছনে ছুটতে চান কিন্তু চাকুরি না পেলে হতাশাগ্রস্ত হয়ে যান, এমতাবস্থায় যখন একজন তরুণকে কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত করা যায় বা তার চিন্তাভাবনাকে নার্সিং করা যায় তখন সে অনেকের চাকুরির সংস্থান করতে পারে এবং সমাজে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। তিনি আরো বলেন, আমরা তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই এবং তাদের চিন্তাচেতনা আমাদের জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে এই লক্ষ্যে আইসিটি ডিভিশন কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট এবং দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনার পর ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর সিলেট পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো ইনক্লুসিকেয়ার, প্রীতিলতা, অটোমামা, গেম চেঞ্জার, সাইনটক, সিনারবোটিকস, ইলেকট্রিক ও দাঁড়িকমা। ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের সিলেট পর্বে ১ম স্থান অর্জন করে ‘সাইন টক’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘ইনক্লুসিকেয়ার’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘দাঁড়িকমা’ প্রকল্প। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম।

এই সম্পর্কিত আরো