✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বাথরুম থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাথরুম থেকে জোনাকি আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও (পশ্চিম পাড়) গ্রামে এ ঘটনা ঘটে। জোনাকি ওই গ্রামের জমির মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে জোনাকি তার মাকে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। পরে দুপুর ১২টার দিকে জোনাকির মা তাকে খোঁজতে গিয়ে নিজ বাড়ির বাথরুমের তীরের সঙ্গে গলায় উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) রিফাত সিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা; তবে সঠিক কারণ জানা যায়নি।

এই সম্পর্কিত আরো