সুনামগঞ্জের তাহিরপুরে বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক,সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
এসময় তিনি বলেন বিএনপি চাঁদাবাজি লুটপাট করে না যারা করে তার দায় বিএনপি নিবে না। এটি তার ব্যক্তিগত বিষয়। কোনো নেতা কর্মী জুলুম করে চাঁদাবাজি সহ অনিয়মের সাথে জড়িত থাকবে তার বিরুদ্ধে দলীয় হাই কমান্ডা ব্যবস্থা নিবে।
জনাব তারেক রহমানের নির্দেশ মানুষকে ভালবাসতে হবে। ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ফ্যাসিস আওয়ামীলীগ সরকার ও শেখ হাসিনার মত জুলুম অত্যাচার সহ অনিয়ম করা যাবে না। আগামী দিন গুলোতে তারেক রহমানের নির্দেশে ভোটের অধিকার,ন্যায় বিচার পাবার অধিকারসহ সকল অনিয়মের বিরুদ্ধে রাজ পথে নামতে সবাই কে প্রস্তুত থাকতে হবে।
উপজেলার বাদাঘাট ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের এর সঞ্চালনায় বক্তব্য রাখের উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ,জেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম নাসের উজ্জ্বল,উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল শাহ,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সংগ্রাম,বিএনপি নেতা আব্দুল গনি,উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম,সদস্য সচিব আবু সায়েম,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মিয়া,উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক শাহিন আলম মেম্বার,সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমানসহ উপজেলা বিএনপি,যুবদল,কৃষকদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সমাবেশ কে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় কৃষকদের নেতা কর্মীগন।