দৈনিক শ্যামল সিলেট পত্রিকার চিফ ফটোসাংবাদিক, দৈনিক মানবজমিন ও বাংলানিউজ ২৪.কমের স্টাফ ফটোসাংবাদিক বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামের কৃতিসন্তান সাংবাদিক মাহমুদ হোসেন এর মা মিনা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০মিনিটে সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ রোববার (০৯ ফেব্রুয়ারি) বাদ আছর উত্তর আকাখাজানা হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
*শোক:* এদিকে সাংবাদিক মাহমুদ হোসেন এর মায়ের ইন্তেকালে গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান।
তারা এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।