সিলেটের কোম্পানীগঞ্জে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি জিয়া উদ্দিনকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক নিয়াজ মোহাম্মদ শরীফের নেতৃত্বে, সহকারি উপ-পরিদর্শক আলম মেহেদী ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার দক্ষিণ রণিখাই খাগাইল দক্ষিনপাড়া থেকে জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল দক্ষিণপাড়া গ্রামের আজির উদ্দিন ছেলে জিয়া উদ্দিন (৩২) ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আর একটি মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।