কুলাউড়ায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(০৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে শহরস্থ সোনালী ব্যাংকের কার্যালয়ে বিদায় উপলক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও রুপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. পারভেজ আহমদ, যুগ্ম সম্পাদক ও অগ্রণী ব্যাংক কর্মধা শাখার ব্যবস্থাপক প্রদীপ কান্ত দত্ত, সদস্য ও ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক তানভীর আহমেদ, জনতা ব্যাংকের ব্যবস্থাপক বজলুর রহমান, অগ্রণী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ, ইসলামী ব্যাংকের শাখা প্রধান মো. সাইফুল ইসলাম, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক এনাম উদ্দিন সহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকরা।