ভারত থেকে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যের প্রতিবাদে কুলাউড়ায় মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সম্মুখের শেখ মুজিবের ম্যুরালটি ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা।
(০৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতৃবৃন্দ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে হাতুড়ি দিয়ে ম্যুরালটি ভাঙ্গেন।
উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক তানজিল খানের নেতৃত্বে ছাত্রদলের সদস্যরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শামীম আহমদ, নাহিদ, ইব্রাহিম, আরিফ, রানা, সাকেল সহ অর্ধশতাধিক শিক্ষার্থীরা ম্যুরাল ভাঙ্গা কর্মসূচিতে অংশ নেন।