সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে সুনিয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর নিজ ঘরে গলায় রসি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার দুপুরে উপজেলার মান্নার গাওঁ ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুনিয়া আক্তার ওই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১ টার সময় কান্নাকাটি ও হাউমাউ শোনে আশপাশের লোকজন ছুটে এসে নিজ ঘরের তীরের সঙ্গে সুনিয়া আক্তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে বিকালে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে। তবে কেন সুনিয়া আক্তার আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, সুনিয়ার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।