✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

'সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার' স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে গ্রন্থাগার সমৃদ্ধ করতে হবে এবং মানুষের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি এই আয়োজনের সফলতা কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক  ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরো