হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোর্শেদ মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টায় উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের নতুন বাজার এলাকার শ্রীমঙ্গল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ মিয়া একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দু সালাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোর্শেদ মিয়া সকালে নিজ বাড়ি শাহপুর থেকে অটোরিকশায় মিরপুর যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, দুর্ঘটনার বিষয়টি সাতগাঁও হাইওয়ে থানাকে জানানো হয়েছে।