✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জ থেকে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থেকে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। তার নাম ছানি আক্তার (১৪)। সে উপজেলার জামলাবাদ খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী এবং একই গ্রামের জংশন মিয়ার  তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি।


ছানি নিখোঁজের ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মিলেনি। এই ঘটনায় শান্তিগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।


নিখোঁজ ছানি আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে সে নিজ বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মাদ্রাসায় যায়নি এবং বাড়ীতেও ফিরেনি। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল কালো বোরকা। 


ছানি আক্তারকে ফিরে পেতে তার পরিবারে চলছে মাতম। মুর্ছা যাচ্ছেন বাবা-মা। পাগলের মতো তাকে খুঁজছেন আত্মীয় স্বজন।


তাকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন নিখোঁজ ছানি আক্তারের বড় ভাই তানজিব তালুকদার। কোন সুহৃদয়বান মেয়েটির সন্ধান পেলে নিম্মলিখিত মোবাইল নাম্বার- ০১৩১৫৯৯৯১৬৮ ও ০১৭৯০৯২৯৭৩০ নাম্বারের যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানান তিনি।

এই সম্পর্কিত আরো