র্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে ৩৮০০ পিস ইয়াবাসহ জহুরা বেগম (২৪) নামে এক নারী গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুআরি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব ৯-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সদর কোম্পানি এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে ৩ ফেব্রুয়ারি দিনগত রাত ৩টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ জহুরা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার জহুরা সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের মো. রাজু আহম্মেদের স্ত্রী।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জহুরাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।