নবীগঞ্জে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার ১ লক্ষ টাকা আদায় সাপেক্ষে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মাধবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধানি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। মঙ্গলবার বিকালে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করগাওঁ ইউনিয়নের মাধবপুর এলাকায় ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ঘোলডুবা গ্রামের মৃত হাজী আব্দুল বারিকের ছেলে মোঃ নাজমুল হোসেন নজরুল ধানি জমি থেকে মাটি কেটে পরিবেশ বিনষ্ট করছেন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৪ জন শ্রমিককে আটক করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫৷ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে সাবেক চেয়ারম্যান নজরুল জরিমানার টাকা পরিশোধ করলে আটককৃতদের মুক্তি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।