সুনামগঞ্জের সদর উপজেলা,তাহিরপুর, দোয়ারাবাজার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করেছে বিজিবির সদস্যরা। জব্দ কৃত পন্য গুলো মধ্যে রয়েছে ভারতীয় ঔষধ,চিনি,মেহেদী,ফুসকা,গরু,কয়লা ও মোটর সাইকেল।
মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন বিজিবি ক্যাম্পের নিজ নিজ এলাকায় ভারতীয় বিভিন্ন পন্য গুলো জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি জানিয়েছে,মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার চিনাউড়া সীমান্তের মালাইগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের ২৫ হাজার ১শত ৬০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়াও বালিয়াঘাটা,টেকেরঘাট, ডলুরা,চিনাকান্দি,পেকপাড়া সীমান্ত থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা,চিনি,গরু, কয়লা,মেহেদী এবং মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে টের পেয়ে চোরাকারবারিরা পন্য গুলো পালিয়ে যায়। এ কারনে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির।
তিনি জানিয়েছেন,সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পণ্য আমদানিকারীরা পালিয়ে গেছেন।
তিনি আরও জানান,উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযান অব্যাহত রয়েছে। বিপুল পরিমাণ জব্দ মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।