সিলেটের ওসমানীনগরে উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আখতার আহমদের বিরুদ্ধে ভূয়া শিক্ষাগত সনদ ব্যবহার করে দলিল লেখকের সনদ সংগ্রহের অভিযোগ উঠেছে।
ভূয়া শিক্ষাগতা সনদ ব্যবহার করে দলিল লেখকের সনদ সংগ্রহ করে দীর্ঘদিন থেকে উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের অধিনে জমি রেজিস্ট্রির দলিল তৈরী করে আসছিলেন আখতার আহমদ। তিনি উপজেলার উসমানপুর এলাকার বাসিন্দা ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করছিলেন।
দাখিল পরিক্ষার জাল সনদ ব্যবহার করে দলিল লেখকের সনদ সংগ্রহ করার অভিযোগে তার দলিল লেখকের সনদ বাতিল করেছে সিলেট জেলা রেজিষ্ট্রার কার্যালয়। ২৮ জানুয়ারী সিলেট জেলা রেজিষ্ট্রার মো.জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে আখতার আহমদের দলিল লেখক সনদ নং ৮৯ বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা সাব-রেজিষ্ট্রার তৌসিফ আনোয়ার খান বলেন, সিলেট জেলা রেজিষ্ট্রার কার্যালয় থেকে আখতার আহমদের দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে। অভিযুক্ত দলিল লেখক আকতার আহমদ বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার সকল শিক্ষাগত সনদ রয়েছে।