সিলেট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে মোহাম্মদ শহিদুল হক সোহেলকে মনোনীত করা হয়েছে। ২৫ জানুয়ারি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালনা পরিষদের নিয়মিত সপ্তম সভায় তাকে ২০২৪-২০২৬ সালের পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে (কো-অপ্ট) করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস স্বাক্ষরিত একপত্রে এসব তথ্য জানানো হয়।
মোহাম্মদ সাহিদুল হক সোহেল সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক। তাছাড়া তিনি রোটারি ক্লাব অব সিলেট সানসাইন'র পাস্ট প্রেসিডেন্ট, সেবামূলক সামাজিক সংগঠন ‘হক ফাউন্ডেশন'র নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।
এদিকে মোহাম্মদ সাহিদুল হক সোহেল এক বিবৃতিতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র পরিচালক হিসেবে তিনির দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।