সিলেটের উপশহরস্থ 'চারুগৃহ আর্ট হাউজ সৃজনশীল আর্ট একাডেমি'র শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সন্ধা ৬টায় উপশহরস্থ এবিসি পয়েন্টে হাজী মটুক মহল ভবনে চিত্র অংকন করে একাডেমির উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
চারুগৃহ আর্ট হাউজ সৃজনশীল আর্ট একাডেমি'র সভাপতি নিরুপম পাল নয়ন ও রাজেশ্বর বিশ্বাস রাজিবের সভাপতিত্বে এবং একাডেমীর পরিচালনা কমিটির সদস্য সচিব নীলাঞ্জনা পালের পরিচালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাট্যজন ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, হাজী মটুক মহলের স্বত্বাধিকারী হাজী মটুক মিয়া, চিত্র শিল্পি দেলোয়ার হোসেন, চিত্র শিল্পী অমলেশ রায়, শিক্ষিকা নাবানা পাল নিপা, চিত্র শিল্পী রাজেশ্বর বিশ্বাস রাজিব,
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম, শাহানা আক্তার প্রমুখ।