✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

এয়ারপোর্ট এলাকায় ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকায় নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে পড়ে মো. রুবেল মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানার বাইপাস মোড়ের একটি ভবনে এই ঘটনা ঘটে। ভবনটির চতুর্থ তলায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

নিহত মো. রুবেল মিয়া (১৮) কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের আসাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বাইপাস মোড়ে একটি ১৩ তলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন রুবেল। নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ওসমানী মেডিকেলে আছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

এই সম্পর্কিত আরো