বিশ্বনাথে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে বিশ্বনাথ সদর ইউনিয়নের ভাটশালা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী সাহেদ আহমদের ব্যবস্থাপনায় অসচ্ছল ৮০টি পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজকর্মী ও ভাটশালা জামে মসজিদের মোতায়াল্লি জিলু মিয়ার সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক সাইদুল ইসলাম কর্ণালের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজসেবী মুশফিকুর রহমান শিপন তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন রাহিমা ফাউন্ডেশনের পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী শাহ সাহেদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সমাজকর্মী হাজী মো. ফজলুর রহমান, আব্দুর রহমান, নাহিদ খান নূরুল, হাবিবুর রহমান, শিহাব আহমদ, সুহেব আহমদ।
আলোচনা সভা শেষে ভাটশালা, রহিমপুর, আতাপুর, ধীতপুর গ্রামের ৮০টি অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।