✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে : বিশ্বনাথে বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী বলেছেন, আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। রাস্ট্রীয় কাঠামোতে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত করা হয়েছে, আমরা যদি তা যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমরা অনেক উন্নতি করতে পারব। আমাদের অন্যায়, অপরাধ, দূর্নীতি, অদক্ষতাকে পেছনে ফেলে নিজেদের ভেতরে দেশপ্রেম জাগ্রত করে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আজকের দিনে এসে আমাদের ভেতরে পরিবর্তনের যে আকাঙ্খা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নের জন্য আমাদেরকেই কাজ করতে হবে। যারা এতোদিন নিজের অবস্থান থেকে রাষ্ট্রের ক্ষতি করেছেন, রাষ্ট্র তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে।

তিনি বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ সভা কক্ষে ‘উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধিজনের’ সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথাগুলো বলেন। 

এরপূর্বে সকালে পৌর শহরের হযরত ওমর ফারুক (রা.) একাডেমী আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত ‘বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব’র উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আনোয়ার উজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, পৌর জামায়াতে ইসলামীর আমীর এএইচমএম আখতার ফারুক, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শংকর দাস শংকু, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাবিস উন-নূরের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের যৌথ পরিচালনার অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের প্রভাষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, সাবেক প্রধান শিক্ষক এইচ এম আখতার ফারুক, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, যুক্তরাজ্য প্রবাসী জমির উদ্দিন।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহমিদ হোসেন, স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মরতুজা আলী এবং গান পরিবেশন করেন শিক্ষার্থী রহিমা বেগম, সীমা বেগম।

এই সম্পর্কিত আরো