সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়া।
সোমবার(২৭ জানুয়ারি)সোমবার দিনভর উপজেলার বিভিন্ন হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।
এসময় উপজেলার বিভিন্ন পিআইসি কমিটির সদস্যদের বাঁধের মেরামত কাজ তদারকি সময় দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে বাধেঁর কাজ শেষ করতে হবে,অন্যথায় কাউকে ছাড় দেয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমানসহ কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে জেলা ও উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যগণ; পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তাবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ।