বাংলাদেশের মানুষ দ্বি-দলীয় অত্যাচার থেকে বের হতে একটি নতুন রাজনৈতিক দল চায় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের পৌর মহসিন অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে এসব কথা বলেন সারোয়ার তুষার।
তিনি বলেন, দেশের পুরো প্রশাসন এখন বিএনপির ধামা ধরেছে। এটা কি আমরা জানিনা! দিল্লির কৌশল হচ্ছে, আওয়ামী লীগকে তারা যেহেতু ক্ষমতায় বসাতে পারবেনা; তাই তারা অন্য একটি দলকে সমর্থন দেবে।
সভায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের বিরুদ্ধে বিস্ফোরক মামলাকে ভুয়া উল্লেখ করে শ্রীমঙ্গল থানার ওসি ও জেলা পুলিশ সুপারকে সতর্ক করেন সারোয়ার তুষার।
তিনি বলেন, ‘বিগত ২০ বছরেও শ্রীমঙ্গলে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ওসির বিরুদ্ধে আমাদের আলাদা কোনো বিদ্বেষ নাই। তিনি ভুয়া মামলা দিয়ে অত্যন্ত গর্হিত একটি কাজের সাথে জড়িত আছেন। সেই সাথে আমরা এসপি সাহেবের কথাও শুনতে পাচ্ছি। কাজেই আপনারা সাবধান হয়ে যান। কারণ আপনারা ১৫ বছর বাংলাদেশের মানুষের সাথে এই কাজটা করেছেন। আবার একই কাজ করছেন।’
ভুয়া মামলা ও মামলা বাণিজ্যের কথা উল্লেখ করে পুলিশের উদ্দেশে সারোয়ার তুষার বলেন, প্রথমত আপনাদের লজ্জা বা ভয় থাকা উচিত। তা নাহলে আবারও আপনারা মানুষের রোষানলে পড়বেন। দয়া করে এটা করবেন না। এ ভুয়া মামলা উঠাতে হবে।
সারায়ার তুষার আরও বলেন, ‘আমাদের দল করে অথবা আমাদের সংগঠন করতে চায় এবং এ সংগঠনকে সমর্থন করে এমন কাউকে যদি অহেতুক বিড়ম্বনায় ফেলা হয়, তাহলে দেখে নেব কীভাবে আপনি শ্রীমঙ্গলে থাকেন।’
জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রীতম দাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, নাগরিক কমিটির নির্বাহী সদস্য তাজনুভা জাবীন, শেখ তাছানিন আফরোজ ইমি, সাদিয়া ফারজান দিনাসহ স্থানীয় নেতারা।