✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড ও জড়িমানা

গোলাপগঞ্জে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ও আরো একজনকে ৫০ হাজার টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিনব্যাপী উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ এ অভিযান  পরিচালনা করেন। এসময় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ অভিযানে অংশগ্রহণ করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুটারগাঁও গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ১টি মামলায় আব্দুল গফফার নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া রণকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে আরেকটি মামলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া রণকেলি উত্তর, কানিশাইলসহ কয়েকটি এলাকায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

এই সম্পর্কিত আরো