✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী কর্ণার উদ্বোধন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। কিশোরীদের মাসিক/ পিরিয়ড চলাকালীন সময়ে শারিরীক,মানসিক প্রশান্তি ও বিশ্রামের জন্য সোমবার দুপুরে এর উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান,সুনামগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট রবিউর রহমান,প্রশাসনিক কর্মকর্তা পিন্টু দাস,ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য শিক্ষক বৃন্দ প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ জানান,ভার্ড একশন এইড বাংলাদেশ এর সহায়তায় এল আর পি ৪৩, পিএসএপি এস.এফ.এস- পিএমটিএআর প্রকল্পে কিশোরীদের মাসিক/ পিরিয়ড চলাকালীন সময়ে ব্যবহার এবং তা সংরক্ষনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যেমন একটি আলমারি, লোহার খাট, তোষক, বালিশ, বেড সিট কভার, পর্দা, বাস্কেট, ফাস্ট এইড বক্স, ডিসমেন ৫০০ ট্যাবলেট, স্যানিটারী ন্যাপকিন, টয়লেট টিস্যু পেপার, আয়রন ট্যাবলেট, ফলিক এসিড, হ্যান্ড স্যানিটাইজার, রেজিস্টার খাতা, হারপিক, সাবান ও বদনা প্রভৃতি সুসজ্জিত রাখা আছে। এছাড়াও, কিশোরী কর্ণার (Adolescent Girls Corner টিতে স্বাস্থ্য সচেতনতামুলক বিভিন্ন শ্লোগান লেখা রয়েছে। স্কুল চলাকালীন সময়ে প্রয়োজন হলে কিশোরীরা কিশোরী কর্ণার Adolescent Girls Corner) এ গিয়ে প্রয়োজনীয় সামগ্রী বাবহার ও বিশ্রাম করতে পারবে।

এই সম্পর্কিত আরো