মৌলভীবাজারের কুলাউড়ায় অপরাধ প্রবণতা কমাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কুলাউড়া থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া থানার এএসআই মো. আব্দুর রহিমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনাদের এলাকার মানুষের সকল সমস্যা জানার জন্য এই বিট পুলিশিংয়ের আয়োজন। এলাকায় বিভিন্ন সামাজিক ব্যাধিসহ অপরাধ নির্মূলে আপনাদের সকলকে সচেতন হয়ে পুলিশের সাথে ভ্রাতৃত্ব রেখে কাজ করতে হবে। চুরি রোধে যারা সামর্থবান তারা বাসা-বাড়ি ও বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ নির্মুলে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই একটি এলাকায় অপরাধ কমে যাবে। থানায় সেবা নিতে কোন টাকা-পয়সা লাগেনা। কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার এসআই এনামুল হক সাগর, ইউপি সদস্য ছালিক আহমদ, ফজলু মিয়া, নাদিম মাহমুদ রাজু, বিদ্যাধর গোয়ালা, নাজনিন আক্তার সেবী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির মিয়া, সাংবাদিক মাহফুজ শাকিল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, যুবদল নেতা রাহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, বিএনপি নেতা আব্দুর রব কাজল, ইন্তাজ আলী, আসুক মিয়া, জামাত নেতা তাহির আলী, সমাজসেবক তাহির আলী আজমল, বিএনপি নেতা আলতাফ হোসেন, ব্যবসায়ী আজির মিয়া, ফয়েজ আহমদ পাপ্পু, জাকের হোসাইন প্রমুখ।