গোলাপগঞ্জে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ফয়জুল ইসলাম (৩৬) নামের ওই ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
পরিবারের একাংশ দাবি করছেন তাকে তার অপর ভাই নুরুল ইসলাম নির্যাতন করে হত্যা করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ফয়জুল ইসলামের মৃত্যু হলে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নুরুল ইসলাম ও তার স্ত্রীকে গোলাপগঞ্জ মডেল থানায় আটক করে নিয়ে আসা হয়।
মৃত ফয়জুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লক্ষিপাশা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে, চার ভাই ও এক বোনের মধ্যে ফয়জুল ইসলাম চতুর্থ।
নিহত ফয়জুল ইসলামের মৃত্যুর পর তার বড় ভাই নজরুল ইসলাম ও বোন মমতার দাবি নিহত ফয়জুল ইসলামকে তাদের অপর ভাই নুরুল ইসলাম নির্যাতন করে হত্যা করেছেন।
অপরদিকে তার অন্য দুই ভাই নুরুল ইসলাম ও ফখরুল ইসলামের দাবি এটি স্বাভাবিক মৃত্যু।
নিহত ফয়জুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম বলেন, আমি নতুন বাড়ি করে অন্য জায়গায় বসবাস করছি। বিকেলের দিকে আমার বাড়ি থেকে চেচামেচি শুনেছি কিন্তু আমার ভাই ফখরুল ইসলামের সাথে আমার পারিবারিক সর্ম্পক ভালো না থাকায় আমি আর ঘটনার সময় আমার ভাইর বাড়িতে যাইনাই। পরে আমার ভাই ফয়জুল ইসলামের মৃত্যুর খবর শুনতে পাই।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফয়জুল ইসলাম দীর্ঘ পাঁচ বছর ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় এক বছর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে দুমাস আগে বাড়ি ফিরেন।
মাদকাসক্তের বিষয়টি স্বীকার করে বড় ভাই নজরুল ইসলাম বলেন, সে আগে কিছুটা মাদকাসক্ত ছিলো, তবে দুই মাস আগে সে চিকিৎসা করে বাড়িতে ফিরে আসে।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, এটি স্বাভাবিক মৃত্যু না হত্যা তা নিয়ে কিছুটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।