মৌলভীবাজারের কমলগঞ্জে ২টি সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠায়। ২৪ জানুয়ারী শুক্রবার সকাল ৮টায় শমশেরনগর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শমশেরনগরমূখী সিএনজি সামনে থাকা অপর একটি সিএনজিকে দ্রুত ওভারটেক করেই বিপরীত দিক থেকে আসা কুলাউড়ামূখী সিএনজিকে মুখোমুখী আঘাত করে। এতে কুলাউড়ামূখী সিএনজির ড্রাইভার জামাল মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত ড্রাইভার জামাল মিয়াকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।