কৃষক বাচঁলে দেশ বাচঁবে,কৃষকরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের উন্নয়নের স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম খাল খননসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করছেন,যার ফল এখনও কৃষকগন পাচ্ছেন। আর কাজ করেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম-সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ তিনি আরও জানান,তারুণ্যের অহংকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাজ করছেন। আর আগামীতেও কৃষকদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আর সেই দিক নির্দেশনা গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরতে ও ঐক্যবদ্ধ করতে কাজ করছি। সবাইকে ঐক্য বদ্ধ হতে হবে। আর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাবে।
শুক্রবার দুপুরে উপজেলার বড়দল (দঃ) ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কাউকান্দি বাজার সংলগ্ন মাঠে সমাবেশে আনিসুল হক প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সমাবেশ সভাপতিত্বে করেন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান।
সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারন সম্পাদক,সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
সমাবেশ বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ,উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শামসুদ্দিন, বিএনপি নেতা নজরুল সিকদার, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নাসের উজ্জ্বল,সদর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বাদল মিয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হুদা,সুনামগঞ্জ জেলা কৃষকদল যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন মেম্বার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামাউন কবির(মেম্বার)প্রমুখ৷