✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে জেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 


জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. লুৎফুর রহমান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. রেজাউল করিম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল। বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মো. হাসান আলী, পৌর সভাপতি মো. জসিম উদ্দিন, উপদেষ্টা আব্দুস সাত্তার মু. মামুন, সুলেমান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, মজলুম, নিপীড়িত ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি সার্বিক সহযোগিতায় সবসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন তাঁদের পাশে রয়েছে। 

পরে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই সম্পর্কিত আরো