সোমবার, ০৪ আগস্ট ২০২৫
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সোহাগ হত্যার ও প্রতারক দালালের বিচার চাই পরিবার - জুলাই শহীদ সোহাগের পরিবারর সর্বস্ব কেড়ে নিয়েছে প্রতারক দালাল গোলাপগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার তিন ধাপ এগিয়েছে বাংলাদেশি পাসপোর্ট, বাস্তব পরিস্থিতি কী? গোলাপগঞ্জে অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন  কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে: টিআইবি হাঁপাতে হাঁপাতে কাঠগড়ায় উঠলেন মেনন-ইনু ও পলক, নামলেন লিফটে সুনামগঞ্জে প্রশাসনের বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার ওটিএর প্রতারণা: এক বছর আগেই সচেতন করেছিল আটাব
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (২২ জানুয়ারী) রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, গত ১৬ জানুয়ারী কানাইঘাটের ইউএনও হিসেবে আমি যোগদান করেছি। এর আগে আপনাদের পাশ্ববর্তী বিয়ানীবাজার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেছি। নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা চেয়ে বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ আর সাংবাদিকরা জাতির দর্পন হিসেবে দেশের বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরে থাকেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। আমি শুনেছি এখানকার সাংবাদিকরা সব-সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ডে সহযোগিতা করেন, তা যেন অব্যাহত রাখেন আপনারা। কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নেওয়া সহ সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চান তিনি। সেই সাথে নবাগত ইউএনও তানিয়া আক্তার উপজেলার সকল সরকারি দপ্তরে সেবাপ্রাপ্তিদের কোন ধরনের হয়রানী করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন। 

মতবিনিময় কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব পালনকালে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন সহ প্রশাসনের সকল কাজে কানাইঘাটের সাংবাদিকরা সব-সময় সহযোগিতা করে আসছেন, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সাথে ক্লাব নেতৃবৃন্দ লোভাছড়া পাথর কোয়ারীর জব্দকৃত পাথর পাচার বন্ধ, সীমান্ত এলাকায় চোরা-চালান প্রতিরোধ, ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজ করা, জন্মনিবন্ধন পেতে হয়রানী বন্ধ এবং কানাইঘাটের গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার ও দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসআদ, সদস্য হাফিজ আহমদ সুজন প্রমুখ। 

উল্লেখ্য যে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার তানিয়া আক্তার পদোন্নতি পেয়ে গত ১৬ জানুয়ারী কানাইঘাট উপজেলা নতুন ইউএনও হিসেবে যোগদান করেন।

এই সম্পর্কিত আরো

সোহাগ হত্যার ও প্রতারক দালালের বিচার চাই পরিবার জুলাই শহীদ সোহাগের পরিবারর সর্বস্ব কেড়ে নিয়েছে প্রতারক দালাল

গোলাপগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

তিন ধাপ এগিয়েছে বাংলাদেশি পাসপোর্ট, বাস্তব পরিস্থিতি কী?

গোলাপগঞ্জে অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কুলাউড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন  কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে: টিআইবি

হাঁপাতে হাঁপাতে কাঠগড়ায় উঠলেন মেনন-ইনু ও পলক, নামলেন লিফটে

সুনামগঞ্জে প্রশাসনের বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ওটিএর প্রতারণা: এক বছর আগেই সচেতন করেছিল আটাব