সুনামগঞ্জে সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়েছে। সেখানে জেলার শ্রেষ্ঠ উপজেলা কর্মকর্তা হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী ও একেই হাসপাতালে কর্মরত ডাঃ সুমন চন্দ্র বর্মন শ্রেষ্ঠ আবাসিক মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রেষ্ঠ উপজেলা কর্মচারী নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোছাঃ আলেনা বেগম।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হল রুমে গত বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী)দুপুরে তিন জনের হাতে সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেন সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিনসহ অন্যন্যারা। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ আনিসুর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে,সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কর্মকর্তা ও কর্মচারী হিসেবে যারা কর্মরত আছেন তাদের মধ্য থেকে যারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন,সেই সব কর্মকর্তা ও কর্মচারীদেরকে স্বাস্থ্য বিভাগে ১৬টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোছাঃ আলেনা বেগম বলেন,আমি আমার সবোচ্ছ চেষ্টা করেছি সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসা রোগীদের। আগামী দিনগুলোতেও আমি সবার সহযোগী নিয়ে সেবা করে যেতে চাই। আমাকে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত করায় আমার উর্ধবতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এক প্রতিক্রিয়া শ্রেষ্ঠ মেডিকেল অফিসার ডাঃ সুমন চন্দ্র বর্মন (আবাসিক মেডিকেল অফিসার)জানান,উর্ধবতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অ্যাওয়ার্ড আমার কাজের গতি আর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আগামী দিন গুলোতে সবার সহযোগিতা নিয়ে মানবসেবায় এগিয়ে যেতে চাই।
শ্রেষ্ঠ উপজেলা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী জানান,আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই অ্যাওয়ার্ড আমার কাজের গতি ও দায়িত্ব বাড়িয়ে দিবে। আমার জন্য সবাই দোয়া করবেন,আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব আগামী দিনগুলোতে পালন করে যেতে পারি।