সুনামগঞ্জের জগন্নাথপুর পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ২ আসামি এবং জুয়া খেলার সামগ্রীসহ ৯ আসামিসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
জুয়া খেলার সামগ্রীসহ আটক আসামিরা হলেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের মৃত মছদ্দর মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮), মৃত আফিজ উদ্দিনের ছেলে আমির হোসেন (৪০), রমাপতিপুর গ্রামের মৃত ইসকার উল্লার ছেলে সাহানুর (৪৫), কিশোরপুর গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে নজমুল ইসলাম (৫৫), রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত তইফ উল্লার ছেলে আহাদ মিয়া (৫৪), মৃত কাছাই মিয়ার ছেলে সাইদ মিয়া (৪০), মৃত সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৬), মৃত কানাই মিয়ার ছেলে ছয়দুল ইসলাম (৪০), মৃত মোছাদ্দর আলীর ছেলে আলী আহমদ (৩০)। তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ২৪৫ টাকাসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
এদিকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আটক আসামিরা হলেন হবিবপুর গ্রামের মৃত দিলদার মিয়া ওরফে ওয়াব উল্লার ছেলে আবুল কাসেম (৪০) ও উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে মিছবাহ আহমদ (২৮)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।