সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান।
তিনি বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ ও বাঁধের কাজ পরিদর্শন করেন।
এসময় তিনি বাঁধ নির্মাণ কাজে জড়িতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং দ্রুত বোরো ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার দাগিত দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম,জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াত আমীর শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।