জামালগঞ্জ উপজেলার দারুস সুন্নাহ মাদানীয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দিনব্যাপী দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মু. আলতাফুর রহমান।
মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাছরুফ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাচনা বাজার মাদ্রাসার শিক্ষা সচিব মাও.এখলাছুর রহমান, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাও. আজিজুল হক, উম্মে সালমা মহিলা মাদ্রাসার মুহতামিম মাও. হাবিবুর রহমান, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ওয়ালীউল্লাহ সরকার, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাও.খোরশেদ আলম, মাও. মনিরুজ্জামান মাও. কাউসার আহমেদ মাও. হাফিজুর রহমান, মাও.মফিজুর রহমান আলাল। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।