শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে ৮ বছরের শিশুকে যৌন হয়রানি যুবক আটক জামায়াতের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী গাড়িতে হামলা আমরা বিগত সময়ের নির্বাচন আর চাই না: বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন ও এনসিপির দুই নেতা বিএনপিতে যোগদান ওসমানীনগরে তাহসিনা রুশদী লুনা - শতভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ফলাফল বুঝে নিয়ে তবেই ফিরবেন এবার সাদিক কায়েমের মঞ্চে শাবি উপাচার্য নেপথ্যে ‘ফাইভ স্টার গ্রুপ’ - জাফলংয়ে সোহাগ-কালা মানিক সিন্ডিকেটের ‘মরণখেলা’ মাওলানা হাবিবুর রহমান - রাষ্ট্র ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন সিলেটে সাদিক কায়েম - ‘হাসিনাকে যেভাবে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব’
advertisement
সিলেট বিভাগ

আমরা বিগত সময়ের নির্বাচন আর চাই না: বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, “আমরা বিগত সময়ে নির্বাচনে যা হয়েছে, তা আর চাই না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।”

তিনি বলেন, “আগে দেখেছি ভোটকেন্দ্রে সিল মারার মহোৎসব হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, একজন ব্যক্তি শতাধিক ভোট দিয়ে দিয়েছে। এই বাটপারতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। দেশকে ঠিক করতে হলে বাটপারতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে—এর কোনো বিকল্প নেই।”

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এই দেশ কোনো দুর্বৃত্তের জায়গা নয়, দেশটা ভালো মানুষের। ভালো মানুষের সমাজ গড়ে তুলতে না পারার কারণেই রাষ্ট্র ধুঁকে ধুঁকে চলছে। রাষ্ট্রকে দুর্নীতি, অপশাসন ও দুঃশাসনমুক্ত করতে হবে। আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ, কল্যাণ রাষ্ট্র ও অধিকারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।”

নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, “যদি নেতৃত্বে বাটপার আসে, তাহলে ভালো কাজ করা সম্ভব নয়। তাই যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন, তাদের অবশ্যই সৎ, পরিশীলিত ও দেশপ্রেমিক হতে হবে। গডফাদারমুক্ত সমাজ ও গডফাদারমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে তিনি গোলাপগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরে তিনি গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূঁইয়াসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ৮ বছরের শিশুকে যৌন হয়রানি যুবক আটক

জামায়াতের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী গাড়িতে হামলা

আমরা বিগত সময়ের নির্বাচন আর চাই না: বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন ও এনসিপির দুই নেতা বিএনপিতে যোগদান

ওসমানীনগরে তাহসিনা রুশদী লুনা শতভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ফলাফল বুঝে নিয়ে তবেই ফিরবেন

এবার সাদিক কায়েমের মঞ্চে শাবি উপাচার্য

নেপথ্যে ‘ফাইভ স্টার গ্রুপ’ জাফলংয়ে সোহাগ-কালা মানিক সিন্ডিকেটের ‘মরণখেলা’

মাওলানা হাবিবুর রহমান রাষ্ট্র ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন

সিলেটে সাদিক কায়েম ‘হাসিনাকে যেভাবে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব’