সিলেটের কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় ভোলাগঞ্জ মহাসড়ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।
ইসলামী আন্দোলন ও এনসিপি থেকে যোগদান করা দুইনেতা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সহ-যুগ্ম সম্পাদক মো. মঈন উদ্দিন মিলন এবং জেলা এনসিপির যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মুফতী মাহদী হাসান জাকির।
যোগদান পরবর্তী প্রতিক্রিয়ায় তেলীখাল বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় মো. মঈন উদ্দিন মিলন বলেন, দেশের সার্বিক উন্নয়ন, এলাকায় শিক্ষার প্রসার, বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। তিনি আরও বলেন, আমি ও আগেও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। বর্তমান ইসলামী আন্দোলনের কিছু বিতর্কিত বিষয়ের কারণে আমি আবার আমার নিজের ঘর বিএনপির পতাকাতলে শামিল হয়েছি। আগামী দিনে বিএনপিকে আরোও শক্তিশালী করতে আমি কাজ করে যাব।
উল্লেখ্য, মো. মঈন উদ্দিন মিলন ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদল কোম্পানীগঞ্জ উপজেলার একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।