শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে ৮ বছরের শিশুকে যৌন হয়রানি যুবক আটক জামায়াতের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী গাড়িতে হামলা আমরা বিগত সময়ের নির্বাচন আর চাই না: বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন ও এনসিপির দুই নেতা বিএনপিতে যোগদান ওসমানীনগরে তাহসিনা রুশদী লুনা - শতভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ফলাফল বুঝে নিয়ে তবেই ফিরবেন এবার সাদিক কায়েমের মঞ্চে শাবি উপাচার্য নেপথ্যে ‘ফাইভ স্টার গ্রুপ’ - জাফলংয়ে সোহাগ-কালা মানিক সিন্ডিকেটের ‘মরণখেলা’ মাওলানা হাবিবুর রহমান - রাষ্ট্র ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন সিলেটে সাদিক কায়েম - ‘হাসিনাকে যেভাবে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব’
advertisement
সিলেট বিভাগ

এবার সাদিক কায়েমের মঞ্চে শাবি উপাচার্য

বিএনপির জনসভায় বেড়া ডিঙিয়ে অংশ নিয়ে আলোচনায় আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবার ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ছাত্র সংসদের নেতাদের এক গণজমায়েতে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার ওই সমাবেশে তিনি বক্তব্যও প্রদান করেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উপাচার্য। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় প্রবেশের জন্য উপাচার্য ও উপ-উপাচার্যের বেড়া ডিঙানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই সমাবেশে তিনি দর্শক সারিতে থাকলেও আজকের সমাবেশে তাকে মঞ্চে বসে বক্তৃতা করতে দেখা যায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিগত তিনটি সরকারের সময় ভোটগ্রহণ অত্যন্ত জটিল ও অনিয়মিত পরিবেশে হয়েছে। রাতের অন্ধকারে ভোট দেওয়া কিংবা ছুরি দিয়ে ব্যালট বাক্স খোলার মতো নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছে।

তিনি আরও বলেন, আমাদের সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর আলী রিয়াজের সঙ্গে আলোচনা করে আমি নিশ্চিত হয়েছি যে, এই ভোট দেওয়ার কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য আসবে এবং ফাসিবাদ বা একক ক্ষমতা তৈরির পথ রুদ্ধ হবে। সরকারের বিভিন্ন সেল থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে যেন আমরা গণভোটের পক্ষে প্রচারণা চালাই। আমরা চাই দেশটা সঠিক পথে চলুক এবং বিচার বিভাগ যেন আর কারও পকেটে না যায়।

ঐক্যবদ্ধ ছাত্রসংসদ আয়োজিত এই গণজমায়েতে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে বিজয়ী ভিপি, জিএস ও এজিএসরা উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবীবুর রহমানও সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ এবং শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানান। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, এই গণজমায়েতের সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ৮ বছরের শিশুকে যৌন হয়রানি যুবক আটক

জামায়াতের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী গাড়িতে হামলা

আমরা বিগত সময়ের নির্বাচন আর চাই না: বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলন ও এনসিপির দুই নেতা বিএনপিতে যোগদান

ওসমানীনগরে তাহসিনা রুশদী লুনা শতভাগ ভোটার কেন্দ্রে গিয়ে ফলাফল বুঝে নিয়ে তবেই ফিরবেন

এবার সাদিক কায়েমের মঞ্চে শাবি উপাচার্য

নেপথ্যে ‘ফাইভ স্টার গ্রুপ’ জাফলংয়ে সোহাগ-কালা মানিক সিন্ডিকেটের ‘মরণখেলা’

মাওলানা হাবিবুর রহমান রাষ্ট্র ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন

সিলেটে সাদিক কায়েম ‘হাসিনাকে যেভাবে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবেই ডিল করব’