আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে নির্বাচনী কার্যক্রম জোরদারে অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড দক্ষিণ বাজারের রেলওয়ে সংলগ্ন এলাকায় এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী।
আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছালেহ উদ্দিন বাবরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান শামীমের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল মেম্বার, প্রবাসী নেতা জি.এম কুটি, সাবেক সভাপতি মো. আজগর আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ জাহির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মো. হাসন আলী, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে আমুরোড বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।