আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাখাওয়াত হাসান জীবন স্থানীয় সংবাদ কর্মীদের সাথে এক মত বিনিময় সভা করেছেন।
বুধবার(২৮ জানুয়ারী)সকাল সাড়ে দশটায় ডাক্তার জীবনের কামীলখানীস্থ বাসভবন হাসান মঞ্জিলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রারম্ভিক বক্তব্যে ডা: জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিএনপির বিভিন্ন পরিকল্পনা ও উদ্দোগ সম্পর্কে কথা বলেন। এতে ফ্যামিলি কার্ড, কৃষকের ভাগ্যন্নয়ন, নারী উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মসজিদের খতিব, ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নে বিএনপির নানান পরিকল্পনার কথা জানান। এসব পরিকল্পনা ও উদ্দোগ সম্ভলিত লিফলেট সংবাদ কর্মীদের হাতে তুলে দেন।
সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে ডা: জীবন বলেন, মানুষ রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায়। ৫ই আগষ্ট দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাতেই ঢাকা থেকে এলাকায় ফিরে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করি। যা এখনো অব্যাহত আছে। প্রশাসনের উদ্দেশ্যে জীবন বলেন, অপরাধী ধরতে গিয়ে নিরপরাদ কোন মানুষ যাতে হয়রানির শিকার না হন। এজন্য সতর্ক দৃষ্টি রাথতে হবে।
এছাড়া ও স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।আল্লাহর অশেষ রহমতে জনগন ভোটে নির্বাচিত করলে দূর্ণিতীর বিরুদ্ধে অবস্থান জিরো টলারেন্স হবে বলে জানান তিনি।এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বানিয়াচং-আজমিরীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক সংকট কাটাতে ও কাজ করবেন।
গনমাধ্যম কর্মীদের মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাংগঠনিক সম্পাদক মো: খালেদ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সাবেক আহবায়ক লুৎফুর রহমান সাবেক সাধারন সম্পাদক ওয়ারিশ উদ্দিন খাঁন, সাবেক সাধারন সম্পাদক ফরহাদ হোসেন বকুল, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আ: জলিল ইউসুফি।