কানাইঘাটে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাদের তালিকার উপর নানা অভিযোগ এনে সিলেট-৫ বিএনপি-জমিয়ত জোটের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আজ বুধবার বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের প্রধান নির্বাচনি এজেন্ট কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেখ করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট উপজেলার সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের তৈরিকৃত তালিকায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতে নানা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে সরকারী প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত স্কুল-কলেজসহ সরকারী চাকুরীজীবিদের বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি বেশি সংখ্যক তাদের মনোনীত কিন্ডার গার্ডেন ও দাখিল মাদরাসা হতে যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এমন ব্যাক্তিদের সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। যা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিবন্ধকতার প্রাচীর হয়ে দাঁড়াবে।
অভিযোগে আরো উল্লেখ করা হয় সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের তৈরীকৃত তালিকায় ব্যাপক পক্ষপাত করা হয়েছে। অনেক কিন্ডার গার্ডেনের শিক্ষকদের নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের প্রতিষ্ঠানের কোন রেজিষ্ট্রেশন ও অনুমোদন নেই এবং কোন অভিজ্ঞতাও নেই। সরকারী প্রাথমিক শিক্ষক ও সরকারী চাকুরিজীবীদের অকারণে বাদ দেওয়া হয়েছে যা অত্যন্ত দূঃখজনক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদের দলীয় ও রাজনৈতিক পরিচয় যাচাই পূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটার্নি ও সহকারী রিটার্নিং অফিসার কানাইঘাট বরাবরে এ অভিযোগ দাখিল করেন আশিক উদ্দীন চৌধুরী।
এদিকে পক্ষপাতের অভিযোগ এনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ মামুন কানাইঘাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসারকে বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছেন বলে তিনি জানান। এছাড়াও সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের তৈরীকৃত তালিকায় শতাধিকের উপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা এর আগে একাধিক নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে বাদ দিয়ে বেসরকারী কিন্ডার গার্ডেনের শিক্ষকদের তালিকা করায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঞ্চিত শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান শাকিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের প্যানেল তৈরী করা হয়েছে। তবে এই তালিকার উপর একটি অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজে তিনি সিলেটে থাকায় অভিযোগটি তার একজন অফিসার রিসিভ করেছেন। তারপরও অভিযোগের বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখবেন বলে জানান।