বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ জানুয়ারী দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষক এনামুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয় চন্দ্র সিংহ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল,আর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জাকির হোসেন,সবুজ সিলেটে প্রতিনিধি কাওছার আহমেদ রাসেল ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপক কুমার গোপ।
অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন,শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠদানের জায়গায় সীমাবদ্ধ নয়,এটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ,নৈতিকতা অর্জন ও ভবিষ্যত জীবনের প্রস্তুতির কেন্দ্র।এমন কালচারাল প্রোগ্রাম বাচ্চাদের সৃজনশীলতা বিকাশে ও সহায়ক হয়।ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল এই স্লোগান নিয়ে ক্রীড়া শিক্ষক আশরাফ হোসেনের পরিচালনায় দিন ব্যাপী শিক্ষার্থীদের প্রানবন্ত অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা,সচেতন মূলক ক্ষুদ্র নাটিকা,মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও পুরষ্কার বিতরন পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।উৎসবমূখর আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তোলে।