সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন খাঁন জাহেদের মায়ের কবর জিয়ারত করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা শাইস্তা চৌধুরী কুদ্দুস ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন।
সোমবার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামস্থ খান প্যালেসের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে বাদ আসর কবর জিয়ারতকালে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন। পরে শেওলা ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান আখতার খাঁন জাহেদের বাড়িতে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
তাঁর ভাই দিলদার হোসেন খাঁন বেলাল মায়ের জান্নাত নসিবের জন্য সবার দোয়া কামনা করেন। তাদের বাড়িতে আতিথেয়তায় মধ্যাহ্ন ভোজ করেন নেতারা।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।