সুনামগঞ্জ–১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেছেন, আমি ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি। দাঁড়িপাল্লার পক্ষে নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে দিনরাত পরিশ্রম করছেন। দেশ ও প্রবাসী ভোটারের সমর্থনে এমপি নির্বাচিত হলে শুল্কমুক্ত গাড়ি নেবো না, সরকারি কোন প্লট নেবো না।
বুধবার বিকালে সুনামগঞ্জ শহরের হাছননগর ইসলামিক সেন্টারে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২৪ এর ৫ আগস্টের আগে ও পরে প্রতিটি সংকটে আমি জনগণের পাশে ছিলাম। বিপ্লবের আগে মজলুম ছিলাম, বিপ্লবের পরে নির্লোভ আছি। বালু মহাল, সীমান্ত বাণিজ্য, চাঁদাবাজিতে আমি কিংবা আমার দল কখনো জড়িত ছিলো না। ভবিষ্যতেও থাকবো না, নিজেরা দুর্নীতি করবো না অন্যকে করতে দেবো না।
চারটি উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে মাছ, পাথর, ধান ও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার এখান থেকে বিশাল রাজস্ব পেলেও দুঃখজনকভাবে এলাকাটি এখনো দেশের পিছিয়ে পড়া অঞ্চলের তালিকায় রয়ে গেছে। পূর্ববর্তী সংসদ সদস্যরা ওই এলাকায় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেননি।বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশাসহ শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ঘাটতি রয়েছে। সবার সহযোগিতা ও সমর্থনে হাওর অধ্যুষিত সুনামগঞ্জের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, সিলেট মহানগরী শ্রমিক কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।