বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নির্বাচিত হলে দল মতের উর্ধ্বে উঠে জনগনের প্রতিনিধি হয়ে কাজ করবেন কানাইঘাটে প্রিজাইডিং ও পোলিং অফিসারের তালিকা নিয়ে ইউএনও বরাবরে অভিযোগ বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মায়েদের গায়ে হাত দিলে আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না: জামায়াত আমির স্বর্ণের দামে বড় লাফ, সব রেকর্ড ভাঙল মৌলভীবাজারে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি বিয়ানীবাজারে বিএনপি নেতা জাহেদ খাঁনের মায়ের কবর জিয়ারতে বিএনপি নেতৃবৃন্দ হাওর এলাকার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই- তোফায়েল আহমেদ খাঁন এ নির্বাচন গণতন্ত্র, জনগণের শাসন কায়েম ও দেশ গড়ার: মাহবুব চৌধুরী নগরীর মেন্দিবাগে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগে গণজোয়ার
advertisement
সিলেট বিভাগ

নগরীর মেন্দিবাগে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগে গণজোয়ার

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সারাদেশের ন্যায় সিলেটেও পরিবর্তনের আওয়াজ উঠছে। দেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতি দূর করতে মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশপ্রেমিক জনতা বুঝে গেছে সমাজকে পরিবর্তনে সৎ, যোগ্য, খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই। রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহীতা নিশ্চিত করা এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত ও ১১ দলীয় জোট প্রতিটি আসনে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। ফলে জনগণও এখন বলছে আমরা সবাইকে দেখেছি, এবার নতুন মুখ দেখতে চাই। সর্বত্র সুর উঠছে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার।

তিনি বুধবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট নগরীর মেন্দিবাগ ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ চলাকালে উপরোক্ত কথা বলেন।

সাধারণ জনতাকে আগ্রহ নিয়ে স্বেচ্ছায় দাঁড়িপাল্লার গণসংযোগে, মিছিলে, পথসভায় অংশ নিতে দেখা গেছে। দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ১১ দলের নেতাকর্মী ছাড়াও কৃষক-শ্রমিক-জনতা সবাই মাঠে নামছেন। তারা সকলেই দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ বলে মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, দাঁড়িপাল্লার প্রচারণা করছেন।

গণসংযোগ চলাকালে মাওলানা হাবিবুর রহমান বলেন, ১১ দলীয় জোটের পক্ষে সারাদেশে যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারের কাছে, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের পরাজয় হবে ইনশাআল্লাহ। আপনার একটি ভোটের মূল্য অনেক বেশি। এজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহবান জানাচ্ছি। দয়া করে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যা’ ও প্রতীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসুন।

এর আগে সকালে তিনি সিলেট নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে গণসংযোগ করেন।

পৃৃথক গণসংযোগে- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, থানা আমীর মু. শাহেদ আলী, সেক্রেটারী নজরুল ইসলাম, জামায়াত নেতা সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, এডভোকে আব্দুল আহাদ সিদ্দিকীসিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, থানা আমীর মু. শাহেদ আলী, সেক্রেটারী নজরুল ইসলাম, থানা নায়েবে আমীর আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন, এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, ২০নং ওয়ার্ডের সভাপতি ওমর ফারুক, ২১নং ওয়ার্ডের সভাপতি হামিদ বক্স, ২৩নং ওয়ার্ডের সভাপতি সালেহ আহমদ, ২৪নং ওয়ার্ডের সভাপতি আহমদ আল মাসুক, থানা আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সিদ্দিকী, পেশাজীবী সেক্রেটারী জহির উদ্দিন, ইকবাল হোসেন খন্দকার, জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা নুরুল হক সহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

এই সম্পর্কিত আরো

নির্বাচিত হলে দল মতের উর্ধ্বে উঠে জনগনের প্রতিনিধি হয়ে কাজ করবেন

কানাইঘাটে প্রিজাইডিং ও পোলিং অফিসারের তালিকা নিয়ে ইউএনও বরাবরে অভিযোগ

বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মায়েদের গায়ে হাত দিলে আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না: জামায়াত আমির

স্বর্ণের দামে বড় লাফ, সব রেকর্ড ভাঙল

মৌলভীবাজারে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

বিয়ানীবাজারে বিএনপি নেতা জাহেদ খাঁনের মায়ের কবর জিয়ারতে বিএনপি নেতৃবৃন্দ

হাওর এলাকার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই- তোফায়েল আহমেদ খাঁন

এ নির্বাচন গণতন্ত্র, জনগণের শাসন কায়েম ও দেশ গড়ার: মাহবুব চৌধুরী

নগরীর মেন্দিবাগে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগে গণজোয়ার