জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি করা হয়েছে। মঙ্গলবার দিনভর হাওরে আগত পর্যটক ও স্থানীয় জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিলি করেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন 'টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর নেতৃবৃন্দ।
টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম-এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান সংগঠনের পক্ষে দিনভর হাওরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন। এসময় সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বাদশাহ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টাঙ্গুয়ার হাওরকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা এবং ২০০০ সালের জানুয়ারিতে জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে পর্যটক, হাউসবোট মালিক ও স্থানীয়দের সচেতন করতে নিয়মিত প্রচারপত্র বিলি করা হচ্ছে।
"হাওর বাঁচলে বাঁচবো আমরা" স্লোগানে এই প্রচারপত্রে প্লাস্টিক বর্জ্য না ফেলা, উচ্চ শব্দে সাউন্ডবক্স না বাজানো, পরিযায়ী পাখি শিকার বন্ধ এবং হিজল-করচ গাছ রক্ষায় নির্দেশনাবলী রয়েছে এ প্রচারপত্রে।